ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে অবৈধ টমটমের লাইসেন্স ভাড়ায় হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ১০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কক্সবাজার শহরে অবৈধ টমটমের লাইসেন্স ভাড়ায় হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। শহরের একটি চিহ্নিত সিন্ডিকেট এসব টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান জেলা টমটম মালিক ও চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার কক্সবাজার টমটম মালিক ও চালক ঐক্য পরিষদের মতবিনিময় ও আলোচনা সভায় বক্তরা এ মন্তব্য করেন। 

বক্তরা বলেছেন- শহরে প্রকৃতপক্ষে যারা টমটম চালিয়ে রোজগার করেন তারা প্রত্যেকে লাইসেন্সের পক্ষে। তবে অবৈধ লাইসেন্স নিয়ে গাড়ী চালিয়ে অবৈধপথে অর্জন তা আমরা কিছুতেই মেনে নিব না। প্রতিদিন একটি সিন্ডিকেট লাইসেন্স ভাড়ার নাম দিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে।

কক্সবাজার শহরের একটি কনভেনশন হলরুমে কক্সবাজার টমটম মালিক ও চালক ঐক্য পরিষদের উদ্যোগে মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও সংগঠনের আহবায়ক মোহাম্মদ জরিপ আলীর সভাপতিত্বে ট্রাফিকের দেয়া নীতিমালা ও ১০ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স বিষয়ে শুনানি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো: গিয়াস উদ্দিন,এডভোকেট মামুন সহ শত শত টমটম চালক, মালিক ও গ্যারেজ মালিকরা উপস্থিত ছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি